শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাছ নয়, জালে আটকালো কুমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jale-kumirআওয়ার ইসলাম: নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে প্রায় পাঁচ ফুট লম্বা এক কুমির ধরা পড়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ কুমিরটি ধরা পড়ে।

জেলে আনারুল ইসলাম প্রতিদিনের মতো পদ্মা নদীর নওসারা সুলতানপুর এলাকায় মাছ ধরতে বেড়িয়ে পড়ে। এদিনও বের হলো। এদিন আর মাছের দেখা পেলো না। দেখা পেলো জ্বলজ্যান্ত এক সাক্ষাৎ কুমিরের। জালে কুমিরটি আটকে যাবার পর অন্যান্য জেলের সহযোগিতায় কুমিরটিকে ধরে ফেলা হয়।

জানা যায়, কুমিরটিকে ধরার পর প্রশাসনকে বিষয়টি জানানো হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও  লালপুর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ প্রমুখ।

এ ব্যাপারে লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কুমিরটি মাছ ধরার জালে আটকা পড়লে স্থানীয় জনতা উদ্ধার করে পাশের একটি পুকুরে রাখে। ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিআর


সম্পর্কিত খবর