শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


দীনি প্রতিষ্ঠানগুলোর প্রতি সুদৃষ্টি দিতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম এ মান্নান
ফুলপুর

fulpur9ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব নড়াইল গ্রামে তালিমুল কুরআন হাফিজিয়া মাদরাসায় বুধবার রাতে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দিতে গিয়ে সাবেক এমপি, সাবেক ময়মনসিংহ জেলা চেয়ারম্যান, ধারা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অব. বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সভাপতি সভার প্রধান অতিথি আলহাজ্ব মোঃ এমদাদুল হক মুকুল বলেন, দীনি প্রতিষ্ঠানগুলো জনগণের টাকায় চলে। এগুলোর প্রতি আমাদের সুদৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, আগে বিদেশ থেকে এসব প্রতিষ্ঠানের নামে নানা ধরনের সাহায্য সহযোগিতা আসত। জঙ্গিদের অপতৎপরতার কারণে দাতারা পিছিয়ে গেছে। ফলে মাদ্রাসাগুলো এখন অর্থ সমস্যায় রয়েছে। এসব প্রতিষ্ঠান আমাদের আত্মার খোরাক যোগায়। এগুলোর প্রতি তিনি সকলকে সুদৃষ্টি রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন, সিলেটের মাওলানা আব্দুল মজিদ, মাঝিয়াইলের মাওলানা নূর আহমাদ, গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক ইমরান হোসেন, নড়াইল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাই, তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আমিনুল ইসলাম, হাজী আব্দুল লতিফ, ইদ্রিস সরকার, কাজী কালাম, এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ