খেলা ডেস্ক: ক্লাব সান্তোস থেকে ২০১৩ সালে বার্সোলোনায় চলে আসা সংক্রান্ত এক দুর্নীতি মামলায় দুই বছরের কারাদণ্ড হতে পারে ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের। ওই মামলায় বাদী পক্ষের আইনজীবীরা আদালতের কাছে তার কারাদণ্ডের পাশাপাশি ১০ দশমিক ৬ মিলিয়ন ডলার জরিমানারও আবেদন করে।
এছাড়া বার্সোলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রোসেলের পাঁচ বছরের কারাদণ্ড ও ৮ দশমিক ৪ মিলিয়ন ইউরো জরিমানার আবেদন করেছেন আইনজীবীরা। তবে ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট মারিয়া বার্তোমেওকে মামলা থেকে অব্যহতির দেয়ার আবেদনও জানিয়েছেন তারা।
ব্রাজিলের বিনিয়োগকারী গোষ্ঠি ডিআইএস নেইমার ও বার্সোলোনার বিরুদ্ধে মামলাটি করে। প্রতিষ্ঠানটি নেইমারের ট্রান্সফার অধিকারের ৪০ শতাংশের মালিক। তাদের অভিযোগ, বার্সা নেইমারের ক্লাব বদলের প্রকৃত ফি গোপন করেছে।
নেইমার ২০১৩ সালে বার্সোলোনায় চলে আসার পর থেকেই ক্লাবটি নানা আইনি ঝামেলার মুখোমুখি হচ্ছে। নেইমারকে দলে নিয়ে আসার সময় দুর্নীতির অভিযোগ ওঠায় সাবেক প্রেসিডেন্ট রোসেল ২০১৪ সালে পদত্যাগ করেন।
২০১৩ সালের জুনে ইউরোপের বড়-বড় দলগুলোকে পেছনে ফেলে সান্তোস থেকে তারকা ফরোয়ার্ড নেইমারকে দলে টেনে দারুণ প্রশংসিত হন রোসেল। শুরুতে ক্লাবের পক্ষ থেকে নেইমারের ট্রান্সফার ফি হিসেবে পাঁচ কোটি ৭০ লাখ ইউরোর কথা জানানো হলেও চুক্তির গোপনীয়তার শর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বার্সা কর্তৃপক্ষ। বিষয়টা নিয়ে তখন থেকেই কিছুটা বিতর্ক সৃষ্টি হয়।
এআর