আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের অভিবাসী মুসলিম তরুণী রাহিলা আহমাদ এবং মুসলিমবিরোধী হিসেবে প্রসিদ্ধ মেরিল্যান্ডের নির্বাচনে বিজয়ী হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম জানায়, ২৩ বছরের রাহিলা আহমাদের বাবা-মা ভারত ও পাকিস্তানের। তিনি স্কুল বোর্ডের নির্বাচনে নিজ প্রতিদন্ধীকে ১৫ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
রাহিলা অবশ্য চার বছর আগে এ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।
বিজয় সম্পর্কে রাহিলা বলেন, ট্রাম্পের বিজয়ের পর এক হিজাবধারী তরুণীর সফলতা এটাই প্রমাণ করে, যুক্তরাষ্ট্রের এটা ভাবা উচিত, মুসলিমমুক্ত আমেরিকা গড়াটা এত সহজ নয়।
সূত্র: জিও নিউজ উর্দু