শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বার্মায় মুসলিম গণহত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

unnamed-4ইমদাদ ফয়েজী: বার্মার রোহিঙ্গা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আজ  সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাদানী কাফেলা বাংলাদেশ।

শুক্রবার বাদ জুময়া  বিক্ষোভ মিছিলটি বন্দরবাজার জামে মসজিদের সামন থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মাদানী কাফেলা সিলেট মহানগর সভাপতি হাফিজ শাব্বীর আহমদ রাজীর সভাপতিত্বে এবং কাফেলার সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহিদ হাতিমীর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। পৃথিবীর কোথাও কোন মুসলমানকে আঘাত করা হলে, হত্যা করা হলে, তা নিজ ভাইকে হত্যা করার মতোই। আমরা বার্মায় নিরীহ মজলুম মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

কাফেলার নেতৃবৃন্দ জাতিসংঘের মাধ্যমে এ নির্মম ট্রাজেডি, হত্যাকান্ড বন্ধের দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবী জানান এবং বাংলাদেশ সরকারকে রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

সভাপতির বক্তব্যে হাফিজ শাব্বীর আহমদ রাজী আগামি ডিসেম্বরে মায়ানমার অভিমুখে হেফাজতে ইসলামের লংমার্চ এর সাথে একাত্মতা পোষন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা লুৎফুর রহমান, হাফিজ মাসউদ আজহার, আব্দুল কাদির জিলু, সিলেট জেলা সেক্রেটারি সৈয়দ উবায়দুর রহমান, মাওলানা আব্দুস সালাম, কাফেলার ঢাকা মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা আহমদুল হক উমামা, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাওলানা আবুল খায়ের, প্রমুখ। শেষে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ফরিদাবাদের শিক্ষক মাওলানা লোকমান হাকিম।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ