হাসিবুর রহমান: নড়াইলে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়।
তিন দিনব্যাপী এ ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন দেশবরেণ্য আলেমগণ। মুসল্লিদের জন্য পৌরসভা থেকে চার শতাধিক পানির লাইন ও পাঁচ শতাধিক অস্থায়ী ল্যাট্রিন তৈরি করা হয়েছে।
আগত মুলল্লিরা অসুস্থ হলে তাদের চিকিৎসার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে রয়েছে অস্থায়ী মেডিকেল সেন্টার।
নড়াইল জেলার সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, নিরাপত্তার জন্য ইজতেমা প্রাঙ্গণে প্রায় এক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াইল পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল হক বলেন, নড়াইল পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
আরআর