শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

১৮ দিনেও উদ্ধার হয়নি অপহরিত মাদরাসাছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kumillah3কুমিল্লা প্রতিনিধি: অপহরণের ১৮ দিন পরও উদ্ধার হয়নি মাদরাসা ছাত্রী। কুমিল্লার চান্দিনা উপজেলার ওই ছাত্রীর পরিবার তার জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন।

ছাত্রীকে দ্রুত উদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুধবার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে একই দাবিতে কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রীর পরিবারের সদস্যরা। সেখানে অপহৃত ছাত্রীর বড় ভাই লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ২২ অক্টোবর সকালে মাদ্রাসায় যাওয়ার পথে একটি মাইক্রোবাস এসে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ওই অপহরণের ১৮ দিনেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। স্থানীয় মাইজখার গ্রামের বাসিন্দা বাহারাইন প্রবাসী মাসুম বিল্লাহর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর বোনকে অপহরণ করে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে মাদ্রাসাছাত্রীর বড় ভাই আরো বলেন, অপহরণের দিন সন্ধ্যায় তাঁদের মোবাইল ফোনে তাঁর বোনকে অপহরণের দায় স্বীকার করে থানায় মামলা না করার হুমকি দেয় মাসুম বিল্লাহ। মামলা করলে তার বোন ও পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় তাঁর বাবা চান্দিনা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে তিনি কুমিল্লার আদালতে মাসুম বিল্লাহর বিরুদ্ধে মামলা করেন। আদালত চান্দিনা থানাকে মামলা এফআইআর হিসেবে গ্রহণ করে মাদরাসাছাত্রীকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু চান্দিনা থানার ওসি মোস্তাফিজুর রহমান মামলা এফআইআর নথিভুক্ত করলেও ছাত্রীকে উদ্ধার ও আসামিকে গেপ্তার করেননি।

কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে মাদরাসাছাত্রীকে উদ্ধার ও দোষীদের গ্রেপ্তার করতে সাংবাদিকদের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রতি আবেদনও জানায় তার পরিবারের সদস্যরা।

আরআর

দেশগবেষক সম্মাননা প্রতিযোগিতায় অংশ নিতে জয়েন করুন ফেসবুক পেইজে দেখুন আজকের প্রশ্ন

desh1


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ