ইমদাদ ফয়েজী
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, বেফাকুল মাদারিস এর যুগ্ম মহাসচিব মাওলানা মুফতী মাহফুজুল হক বলেছেন, নিজস্ব স্বকীয়তা বজায় রেখে যুগ যুগ ধরে কওমি মাদরাসা দেশ, জাতি ও ইসলামের সেবা করে যাচ্ছে, কওমি মাদরাসা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষার অতন্দ্র প্রহরী। কওমি শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান করুণা নয়, এটা তাদের প্রাপ্য অধিকার, সে স্বীকৃতি হতে হবে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণমুক্ত, সর্বজন শ্রদ্ধেয় ওলামায়ে কেরামের নেতৃত্বে স্বীকৃতি হবে, উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ ছাড়া স্বীকৃতি নয়।
তিনি গতকাল ১০ নভেম্বর বৃহস্পতিবার জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরসা মিলনায়তনে উলাময়ে কেরাম ও কওমী মাদরাসা প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেটের শতাধিক আলেম উলামা অংশ গ্রহণ করেন। জামেয়া মাদানিয়া কাজির বাজার এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুছার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, গহরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, হবিগঞ্জ বেফাক সভাপতি মাওলানা আব্দুল্লাহ, হাফিজ মাওলানা রশিদ আহমদ, মাওলানা মুফতী শফিকুর রহমান, শিক্ষা সচিব জামেয়া মাদানিয়া, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা শিব্বির আহমদ, মুহতামীম জামেয়া মাদানিয়া বিশ্বনাথ, ফতেহপুর মাদরাসা মুহতামিম মাওলানা আব্দুস ছামাদ, মাওলানা নূর উদ্দিন, মুফতী হাবিবুর রহমান জামেয়া আরাবিয়া মৌলভীবাজার, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা এমরান আলম প্রমুখ।
আরআর