আওয়ার ইসলাম: গত ২রা নভেম্বরে নোয়াখালিতে অনুষ্ঠিত হলো দাওয়াতুল হকের ইজতেমা। নোয়াখালির ঐতিহ্যাবাহী চৌমুহনী বড় মসজিদ প্রাঙ্গনে এ ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত ইসলাহি ইজতেমায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিসে দাওয়াতুল হকের আমীর আল্লামা মাহমুদুল হাসান।
আল্লামা মাহমুদুল হাসান বলেন, এই দাওয়াতুল হকের সুন্নতি কাজ প্রতিটি এলাকায়, পাড়া-মহল্লায় চালু করে দিতে হবে আপনাদেরই। যেন প্রতিটি মুসলমান রাসূলের সুন্নত মোতাবিক জীবন যাপন করতে পারে। এবং বাংলাদেশের ভেতর যত কাফের বেদ্বীন আছে, সবাই যেন মুসলমান হয়ে যায়। একজনও যেন অমুসলিম না থাকে।
হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভি রহ. প্রতিষ্ঠিত ইমাম, মুয়াজ্জিন ও উলামায়ে কেরামদের দীনি সংস্কারমূলক অরাজনৈতিক সংগঠন মজলিসে দাওয়াতুল হকের পরিচিতি-কার্যক্রম ও গুরুত্ব সমন্ধে বয়ান করেন প্রধান অতিথি। এছাড়াও ইজতেমায় বয়ান রাখেন বৃহত্তর নোয়াখালির আমীর-নায়েবে আমীরসহ স্থানীয় উলামায়ে কেরাম।
এফএফ