শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

গুনাহের দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fulpur5এম এ মান্নান, ফুলপুর থেকে: ময়মনসিংহের ফুলপুরে জামিয়া মাদানিয়া দারুল উলূম গোদারিয়া মাদরাসা হলরুমে রোববার বিকেলে এক ইসলাহী মাজলিস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জামিয়া ইসলামিয়ার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুফতী নুরুল ইসলাম।

মুফতী নুরুল ইসলাম তার বয়ানে বলেন, ছোট গুনাহকেও ছোট মনে করতে নেই। গুনাহের দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যায়। দুখুলে জান্নাতের জন্য এই ছোট গুনাহ্ই বাধা হতে পারে বলেও তিনি বলেন।

তিনি আরও বলেন, কুরআন তিলাওয়াতের পূর্বে সালাম দেয়া বিদআত। এই রুসম বর্জন করতে হবে। কিতাবী ইলমের দ্বারা তায়াল্লুক মায়াল্লাহ হয় না বরং এর জন্য কোন অলীর সুহবত প্রয়োজন বলে এই শায়েখ মনে করেন। তিনি সবাইকে মাওলার সাথে সম্পর্ক স্থাপনের আহ্বান জানান।

জামিয়ার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা আব্দুল খালেকের উপস্থাপনায় আরও বয়ান করেন, আদর্শ মাদরাসার পরিচালক মাওলানা আবু রায়হান। এ সময় নায়েবে মুহতামিম মাওলানা আবুল কাসেম, এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসার প্রিন্সিপাল মাওলানা এম এ মান্নান, মাদরাসা সাইয়্যেদেনা ওমর ফারুক (রা)’র পরিচালক মুফতী আব্দুল্লাহ আল মাশুকসহ বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষক উপস্থিত ছিলেন।

বয়ানের আগে হযরতকে মাদরাসার পক্ষ থেকে একটি আরবী মানপত্র প্রদান করা হয়। মানপত্র পাঠ করেন, নাজিমে তালীমাত মাওলানা সাইফুল ইসলাম।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ