আওয়ার ইসলাম: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে বোন শেখ রেহানা ও ভাগ্নে ববিকে শেখ হাসিনা বলেছেন ‘রেহানা তোর কি মনে আছে? বাবা ওই গ্রিলের সামনে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলতেন। তখন তুই অনেক ছোট। ওই সব অতীত দিনের কথা তোর মনে থাকার কথা না। ববি দেখ, ওই ছোট্ট কামরাতে রাজনৈতিক বন্দি হিসেবে থাকতেন তোমার নানা।’
গত শনিবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে জেলখানার অতীত স্মৃতিকথা এভাবেই বর্ণনা করেন তিনি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (পুরনো) ভেতরে প্রথমবারের মতো জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দুর্লভ আলোকচিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জেল ও বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘জার্নি।
এফএফ