আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির সংলাপ করার কোনো ইচ্ছে নেই।
রোববার দুপুরে সেতুভবনে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটির বিষয়ে রাষ্ট্রপতিই সিদ্ধান্ত নেবেন।
মন্ত্রী আরও বলেন, 'প্রধানমন্ত্রী বেগম জিয়ার সন্তানের মৃত্যুতে তার ঘরের দরজায় গেলেন। দরজাটা সেদিন বন্ধ করে দেয়া কি সংলাপের দরজা বন্ধ করে দেওয়া নয়? সংলাপ তারা আন্তরিকভাবে চান না। এটাতো আমাদের সংবিধানেই আছে যে, কিভাবে সার্চ কমিটি হবে। কিভাবে নির্বাচন কমিশন হবে এবং কিভাবে তারা নির্বাচন পরিচালনা করবে।
এফএফ