আওয়ার ইসলাম: নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে রিপোর্ট করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরা পারসন শাহিন আলম। দুর্বৃত্তরা রিপোর্টার শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়ার চেষ্টা করে।
আজ রোববার সকালে রাজধানীর চকবাজারের ৩০নং দেবিদাস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সকালে চকবাজারের ৩০নং দেবিদাস ঘাট এলাকায় অবৈধ পলিথিন বিষয়ে প্রতিবেদন করতে যান তারা। সেখানে পলিব্যাগ তৈরির একটি ফ্যাক্টরির চিত্রধারণের সময় প্রতিষ্ঠানটির মালিক জব্বার ও রহিম তাদের বাধা প্রদান করেন।
বাধা পেয়ে শাকিল ও শাহীন ফিরে আসার সময় পেছন থেকে তাদের ওপর হামলা চালানো হয়। প্রায় ১০ থেকে ১২ জন ব্যক্তি তাদের কিল, ঘুষি, লাথি মেরে ও পিটিয়ে আহত করেন। এসময় জীবন বাঁচাতে একটি মুদি দোকানে আশ্রয় নিলে দুর্বৃত্তরা দোকানে ঢুকে কেরোসিন ঢেলে শাকিলকে পুড়িয়ে মারার চেষ্টা চালায়। পরে রাস্তায় লোকজন এসে তাকে উদ্ধার করে।
এফএফ