হিন্দুদের উপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করলো আহলে সুন্নাত
হিন্দুদের উপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করলো আহলে সুন্নাত
নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম: ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই সাথে তারা এই ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা দাবি করেছেন, সেদিন নাসিরনগরে তাদের সমাবেশ ছিল শান্তিপূর্ণ এবং সেজন্য প্রশাসনের ধন্যবাদও পেয়েছিলেন তারা।
এক হিন্দু যুবকের ফেইসবুকে ইসলাম অবমাননাকর পোস্ট পাওয়ার অভিযোগ তুলে গত ২৮ অক্টোবর নাসিরনগরে আহলে সুন্নাতের সমাবেশের পর হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়।
তারও দুদিন আগের ঘটনায় রসরাজ নামে ওই হিন্দু যুবককে পুলিশ আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর ওই সমাবেশ ডাকে আহলে সুন্নাত।
আহলে সুন্নাত ওয়াল জামাতের সমন্বয় কমিটির সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতেয়ার সংবাদ সম্মেলনে বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই সেদিন সমাবেশ করেছিলেন তারা।