আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাবা শরীফের উপর মূর্তি বসানো বিতর্কিত ছবি পোস্ট করার অভিযোগে গ্রেফতার হওয়া রসরাজ দাসের (২৭) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসিপি) বিষয়টি মিডিয়াকে জানান।
ধর্মীয় অবমাননার অভিযোগে গত শুক্রবার (২৮ অক্টোবর) নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রাম থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়। শনিবার আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, ‘ফেইসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র করে ছবি পোস্ট করার ঘটনায় নাসিরনগর থানায় দায়েরকৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলায় গ্রেপ্তার রসরাজ দাসকে দুপুরে আদালতে তোলা হয়।
‘পুলিশ সাত দিনের জন্য আবেদন করলেও বিচারক সুলতান সোহাগ উদ্দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।’
নাসিরনগর থানার এসআই মহিউদ্দিন সুমন শনিবার রসরাজের নামে মামলাটি করেন বলে জানান পুলিশ কর্মকর্তা।
আরআর