আওয়ার ইসলাম: তাবলিগ জামাতের বার্ষিক সমাবেশ টঙ্গির বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও ২ ডিসেম্বর (শুক্রবার) থেকে তুরাগ নদীর পাড়ে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হচ্ছে।
৬ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পাঁচ দিনের জোড় ইজতেমার সমাপ্ত হবে।
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির অন্যতম মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন আহমেদ মঙ্গলবার (০১ নভেম্বর) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে বিশ্ব ইজতেমার মাঠে গিয়ে দেখা যায়, ইতোমধ্যেই শুরু হয়েছে মাঠ প্রস্তুত ও প্যান্ডেল নির্মাণের কাজ। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইজতেমার মাঠের যাবতীয় কাজ সম্পন্ন হয়।
এফএফ