আওয়ার ইসলাম: মঙ্গলবার (১ নভেম্বর) স্বেচ্ছাসেবী সংস্থা 'কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশন' এর উদ্যোগ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। কুষ্টিয়া'র ভেড়ামারা সাতবাড়িয়া 'দারুত তাক্বওয়া মাদরাসা'র হলরুমে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের হাতে বস্ত্র তুলে দেন কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান খান এবং দপ্তর সম্পাদক সাংবাদিক ইবরাহীম খলীল। আরো উপস্থিত ছিলেন জনাব নকীব আহমদ, মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, শিক্ষক ক্বারী হাফিজুর রহমান, মো: হাফিজুল ইসলাম, হাফেজ নাজমুল হাসান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা ইমরান হোসেন প্রমুখ।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন পোশাক পেয়ে ছোট্ট সোনামুনিরা এত খুশি হয়েছে যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। মাদরাসা কর্তৃপক্ষও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোশাক বিতরণ শেষে কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান খান বলেন, কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশন ভবিষ্যতে সেবার এ ধারা অব্যাহত রাখবে।
তিনি আরো বলেন, কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শহীদুল ইসলাম ফারুকী সেবা ও উন্নয়নের একটি রূপরেখা নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। ইতোমধ্যে তিনি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেবা ও উন্নয়নমূলক বহুমূখী কার্যক্রম আন্জাম দিয়ে যাচ্ছেন। এটা তারই একটি অংশ। পরিশেষে তিনি সকলের দুআ ও সহযোগিতা কামনা করেন।
আরআর