আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার ইসলাম বিরোধী জাতীয় শিক্ষানীতি, শিক্ষা আইন এবং পাঠ্যক্রম অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে চট্টগ্রামে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও গণসাক্ষরের আয়োজন করেছে ইসলামী আন্দোলন
চট্টগ্রাম কোর্ট বিল্ডিং চত্বরে গণসাক্ষর ও স্মারকলিপি প্রদানপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ বলেন,ইংরেজরা চেয়েছিল রূপ-রঙে ভারতীয় এবং মেধ-মননে ইংরেজ সৃষ্টি করতে। বর্তমান সিলেবাসও একই উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মুসলমানদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই সিলেবাস মানুষকে পশুতে পরিণত করবে, নারীর প্রতি সংহিস, লুটেরা, চোর, দুর্নীতিবাজ তৈরি করবে এবং মুসলমানদেরকে ঈমানী চেতনাশূণ্য করে নাস্তিক-মুরতাদে পরিণত করবে। অবিলম্বে এ শিক্ষানীতি-শিক্ষাআইন এবং সিলেবাস সংশোধন করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত ছিলেন আলহাজ মুহাম্মদ আল-ইকবাল, মাওলানা সুলতানুল ইসলাম ভূঁইয়া, ডা. মুহাম্মদ রেজাউল করীম, মু. সগির আহমদ চৌধুরী, এবিএম অলিউল্লাহ, সুলতানুল ইসলাম, হুমায়ুন কবীর, মুফতী ইবরাহীম আনোয়ারী, মুহাম্মদ তাজুল ইসলাম শাহীন, অধ্যাপক মাওলানা মুহাম্মদ রফিকুল আলম প্রমুখ নেতৃবৃন্দ।
এফএফ