আওয়ার ইসলাম: সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা মাসুল অস্বাভাবিক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবনা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে এবার সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কসপ ওনার্স অ্যাসোসিয়েশন আগামী ৩০ অক্টোবর রোববার সকাল ৬টা থেকে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানিয়েছেন, গত তিন বছর ধরে তাদের যৌক্তিক দাবি পূরণে সরকার টালবাহানা করছে। এখন তাদের অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে সরকারকে আর সময় দেয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তারা তাদের কর্মসূচি পালনে আর পিছ পা হবেন না।
আজ বুধবার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি মাসুদ খান। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান নূর, পেট্রোলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক এবং বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এফএফ