শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ibনিজস্ব প্রতিনিধিঃ  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হিসেবে ২৩ অক্টোবর যোগ দিয়েছেন সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল কবীর।

তিনি আজ প্রক্টরিয়াল বডির সদস্যগণকে সাথে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে এবং শহীদ মিনার ও স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম’কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সদ্য বিদায়ী প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুব হোসেন ও প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২২ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৪তম সভার সিদ্ধান্তক্রমে অনুমোদন সাপেক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর প্রথম সংবিধির ১৫(১) ধারা মোতাবেক পরবর্তী দুই বছরের জন্য তাকে প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়।

নবনিযুক্ত প্রক্টর ড. মো. জাহিদুল কবীর বলেন, শিক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, আমি সেইসব পদক্ষেপ গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সব সময় কাজ করে যাবো। প্রক্টরের দায়িত্ব অর্পণ করায় তিনি উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ