শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

জুনায়েদ আল হাবীবকে চায় না কিশোরগঞ্জবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

junaed-al-habib2কিশোরগঞ্জ প্রতিনিধি

আগামী বৃহস্পতিবার কিশোরগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আলোচনা সভায় মাওলানা জুনায়েদ আল হাবিবের অংশগ্রহণ চায় না কিশোরগঞ্জবাসী। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভেরও সৃষ্টি হয়েছে জেলার আলেমদের মধ্যে। তারা ঘোষণা দিয়েছেন যেভাবেই হোক মাওলানা জুনায়েদ আল হাবিবকে তারা ঠেকাবেন।

জানা যায়, কিশোরগঞ্জে মাসিক মদিনা সম্পাদক আল্লামা মুহিউদ্দিন খান রহ. স্বরণে ২৭ অক্টোবর আলোচনা সভার আহ্বান করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। আর এতে অতিথি রাখা হয়েছে জমিয়তের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে। এটি নিয়েই ক্ষোভে ফুসছে জনগণ।

একাধিক ব্যক্তির সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করে জানা গেছে, ১৭ অক্টোবর রাজধানীর আরজাবাদে অনুষ্ঠিত বেফাকের উলামা সম্মেলনে মাওলানা আনোয়ার শাহ’র বক্তব্য অসমাপ্ত রাখার পেছনে মাওলানা জুনায়েদ আল হাবীবের  অসৌজন্যমূলক আচরণকে দায়ী করছেন।

কিশোরগঞ্জ শহরে সাঁটানো পোস্টার থেকে মাওলানা জুনায়েদ আল হাবীবের নাম কেটে দেয়া হচ্ছে।বিষটি জানতে চাওয়া হলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক আলেম বলেন, কিশোরগঞ্জের মাটিতে আমরা জুনায়েদ আল হাবীবকে দেখতে চাই না। তিনি যা করেছেন এটির সুরাহা না হলে ভবিষ্যতে ভালো সম্পর্ক অসম্ভব।

বিষয়টি জানতে চাওয়া হলে কিশোরগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ জামী আওয়ার ইসলামকে বলেন, মাওলানা জুনায়েদ আল হাবীবের ব্যাপারে আমার কাছে আলেমরা এসেছেন। তাদের আপত্তির কথা পেশ করেছেন। তবে বৃহস্পতিবার ঢাকায় ভিন্ন প্রোগ্রাম থাকার কারণে মাওলানা হাবীব কিশোরগঞ্জ আসবেন না বলে জানান মাওলানা মুহাম্মদুল্লাহ জামী।

আরআর

আরো পড়ুন

http://ourislam24.com/2016/10/22/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%8C%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ