রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


যে কারণে আ.লীগের সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিলো বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bnpআওয়ার ইসলাম: আওয়ামী লীগের আমন্ত্রণ পেলেও শেষপর্যন্ত ক্ষমতাসীন দলের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দেয়নি বিএনপি। যদিও আগের দিন গভীর রাত পর্যন্ত সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে বিএনপির ইতিবাচক মনোভাব ছিল। কিন্তু শনিবার সকালে দলের নীতি নির্ধারক পর্যায় থেকে সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, গত মার্চে অনুষ্ঠিত বিএনপির কাউন্সিলে সরকারের বিরূপ আচরণ ও অাওয়ামী লীগের কোনো প্রতিনিধি যোগ না দেওয়া এবং ক্ষমতাসীন দলের সম্মেলনে বিএনপি প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ না থাকায় শেষপর্যন্ত এতে যোগ দেওয়ার বিরত থাকে বিএনপি।

গত মার্চ মাসে বিএনপির কাউন্সিলেও আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তাতে অংশগ্রহণ করেনি। সুতরাং রাজনীতিতে সৌহার্দপূর্ণ সংস্কৃতি আওয়ামী লীগ নষ্ট করেছে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের সম্মেলনে যাওয়া ঠিক হবে না বলে দলটির কয়েকজন সিনিয়র নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরামর্শ দেন। এরই পরিপ্রেক্ষিতে সরকারী দলের সম্মেলনে বিএনপি প্রতিনিধিদের যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানান খালেদা জিয়া।

এফএফ


সম্পর্কিত খবর