আওয়ার ইসলাম: সুনামগঞ্জের ছাতকে লালসালু খ্যাত এক ভণ্ডপীর খতিবুর রহমানকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ওই ভণ্ডপীরকে গাঁজা সেবন, নারী-পুরুষদের ফুসলিয়ে মুরিদ করাসহ নানা অভিযোগে বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান ৯ মাসের কারাদণ্ডের রায় দেন।
খতিবুর রহমান উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী মণিপুরী পল্লীখ্যাত ধ্বণি টিলার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালসালু পরিহিত ভণ্ডপীর খতিবুর রহমান দীর্ঘ দিন ধরেই ধ্বণি টিলায় নির্জনস্থানে আস্থানা গড়ে মদ, গাঁজা ও হেরোইন সেবনসহ সহযোগীদের নিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। খবর পেয়ে গাঁজাসহ বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
এফএফ