আওয়ার ইসলাম: বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলের জন্য বরাদ্দকৃত তরঙ্গ স্থগিত করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।আদালতের নির্দেশনা অনুযায়ী বকেয়া পরিশোধ না করায় এই ব্যবস্থা নেয়া হলো। এর মধ্য দিয়ে দেশের প্রথম এই মোবাইল ফোন অপারেটর কোম্পানির কার্যক্রম বন্ধ হলো।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বৃহস্পতিবার সন্ধ্যায় বিটিআরসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিসেলের জন্য বরাদ্দকৃত বেতার তরঙ্গ বা কার্যক্রম স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন ।
সংবাদ সম্মেলনে সিটিসেলের বেতার তরঙ্গ স্থগিতের কারণ ব্যাখা করেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিটিআরসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফএফ