আওয়ার ইসলাম: পেন্টাগন বলেছে, আফগানিস্তানে এক মার্কিন সেনাসহ দুই আমেরিকান নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা দফতর হামলাকে সন্দেহভাজন ‘ইনসাইডার অ্যাটাক’ বলে মনে করলেও এ সম্পর্কে কিছু বলে নি পেন্টাগন।
রাজধানী কাবুলের দক্ষিণে আফগান কমান্ডোদের প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে মার্কিনীদের লক্ষ্য করে গতকাল গুলি চালানো হলে এ দুই মার্কিনী নিহত হয়। আফগান প্রতিরক্ষা বাহিনী বলেছে, বন্দুকধারীর পরনে আফগান সেনাবাহিনীর পোশাক ছিল।
চলতি বছরের গোড়ার দিকে কান্দাহারে আফগান সেনাবাহিনীর পোশাক পরিহিত এক বন্দুকধারীর হামলায় রোমানিয়ার দুই সেনা নিহত হয়েছিল।
আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনাদের বিরুদ্ধে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের হামলাকে প্রথম দিকে ‘গ্রিন অন ব্লু’ নামে অভিহিত করা হতো। পরে এ ধরনের হামলাকে ইংরেজিতে ‘ইনসাইডার অ্যাটাক’ অর্থাৎ নিজেদের লোকেদের হামলা নামে অভিহিত করা হচ্ছে।
২০১২ সালে এ ধরনের হামলায় মার্কিন এবং ন্যাটো বাহিনীর ৪২ সেনা নিহত হয়েছিল।
আফগানিস্তানে মার্কিন যুদ্ধ-মিশন ২০১৪ সালে আনুষ্ঠানিক ভাবে শেষ হলেও দেশটিতে এখনো ৮,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
সূত্র: পার্স টুডে
এফএফ