যুবাইর ইসহাক: বাহুবলের দীননাথ ইন্সটিটিউশন মডেল হাই-স্কুলকে সরকারীকরণ থেকে বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীনের বিরুদ্ধে মানববন্ধন শেষে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাঁধে। এতে ছাত্রসহ ২০ জন আহত হয়।
জানা যায়, বাহুবল দীননাথ ইন্সটিটিউশন এবৎসর সরকারি হওয়ার কথা ছিল। কিন্তু বাহুবল মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন তা পরিবর্তন করে দেন। এর প্রতিবাদে বাহুবল দীননাথ ইন্সটিটিউশন দুপুর ১২টায় স্কুলের ছাত্র শিকক্ষরা শিক্ষা অফিসের সামনে মানবন্ধন করে।
মানবন্ধন শেষে ফিরার পথে পুলিশ স্কুলের দুই জন সিনিয়র শিক্ষকে আটক করে। পরে ছাত্ররা উত্তেজিত হয়ে থানায় ইট পাটকেল নিক্ষেপ করে। ছাত্রদের উপর তখন গুলি ও গ্যাস ছুঁড়া হয়। এতে ছাত্র সহ প্রায় ২০ জন আহত হন। এবং বাহুবল মডেল থানার এসআই দেলোয়ার হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
আরআর