আমিন ইকবাল: কওমি মাদরাসা সরকারি স্বীকৃতি বিষয়ে সিদ্ধান্ত নিতে গভীর পর্যালোচনা এখন সময়ের দাবি। এজন্য কওমি মহলের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের এক টেবিলে বসে চুলচেরা বিশ্লেষণ করতে হবে। বিচার-বিশ্লেষণ ছাড়া অগ্রসর হলে কওমি শিক্ষা ভবিষ্যতে হুমকির মুখে পড়বে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) মাসিক রাহমানী পয়গাম আয়োজিত ‘কওমী মাদরাসা শিক্ষাসনদের সরকারি স্বীকৃতি’ শীর্ষক গোলটেবিলে অংশ নিয়ে আলোচকরা এসব কথা বলেন।
রাহমানী পয়গাম সম্পাদক মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিলে ‘কওমি সনদের স্বীকৃতির প্রয়োজনীয়তা এবং ভবিষ্যত ভাবনা নিয়ে’ বিশদ আলোচনা করেন, মাদরাসা দারুর রাশাদের শিক্ষা সচিব ও দৈনিক নয়াদিগন্তের সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, শায়েখ জাকারিয়া রহ. ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, বিশিষ্ট আলেম, গবেষক ও দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদবী, দৈনিক আলোকিত বাংলাদেশের রিসোর্স পার্সন শিক্ষাবীদ মাওলানা ড. ঈসা শাহেদী, মাসিক আল কাউসারের নির্বাহী সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মাদ প্রমুখ।
রাজধানীর মোহাম্মদপুরে রাহমানিয়া ভবনে সকাল দশটা থেকে শুরু হওয়া গোলটেবিল আলোচনা শেষ হয় দুপুর দু’টায়। এতে সভাপত্বি করেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল ও রাহমানী পয়গামের তত্ত্বাবধায়ক মাওলানা মাহফুজুল হক।
রাহমানিয়ায় চলছে স্বীকৃতি বিষয়ক গোলটেবিল বৈঠক
আরআর