শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

উড়িষ্যায় হাসপাতালে আগুন; নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

urisshaআওয়ার ইসলাম: ভারতের উড়িষ্যা রাজ্যের একটি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই দমবন্ধ হয়ে মারা গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই হতাহতের ঘটনায় টুইটারে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারবর্গের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন। তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে কথা বলেছেন। স্বাস্থ্যমন্ত্রী তাকে গোটা ঘটনা সম্পর্কে অবহিত করেছেন।

গতকাল (সোমবার) রাতে উড়িষ্যার ভুবনেশ্বরে ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড এসইউএম হাসপাতালের আইসিউ ইউনিটে আচমকা আগুন ধরে গেলে ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্য ওই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উড়িষ্যা সরকারের পক্ষ থেকে ওই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। ক্যাপিটাল হাসপাতালের ডিরেক্টর বি বি পট্টনায়েক জানান,ক্ষতিগ্রস্তরা হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেটরে ছিলেন। এদের অধিকাংশই দমবন্ধ হয়ে মারা গেছে।

ডা. পট্টনায়েক বলেন,আহতদের ক্যাপিটাল হাসপাতাল, আমরি হাসপাতাল, অ্যাপোলো হাসপাতাল, কলিঙ্গ হাসপাতাল, কটকে এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক আহতদের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা সুবিধা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অতনু এস নায়েক জানান, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা সংক্রান্ত প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

২০১১ সালে পশ্চিমবঙ্গের কোলকাতার আমরি হাসপাতালে ভয়াবহ আগুনে দমবন্ধ হয়ে ৮৫ জন রোগীসহ ৮৯ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ