আওয়ার ইসলাম: বাংলাদেশ থেকে আগামী বছর ওমরাহ ভিসায় হাজি পাঠানোর প্রথম দফায় ১৭৪টি ওমরাহ হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব এ কে এম শহীদুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর নামের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুমোদনপ্রাপ্ত এজেন্সিগুলো ধর্ম মন্ত্রণালয়ের চাহিদা অনুসারে হালনাগাদ নবায়নকৃত ট্রাভেল লাইসেন্সের কপি, নবায়নকৃত ট্রেড লাইসেন্সের কপি, ২০১৬-১৭ সালের আয়কর সনদের কপি, চলমান ওমরাহ লাইসেন্সের মূল কপি, আইএটিএ সনদপত্রের কপি দাখিল করে। পরে এসব যাচাই-বাছাই করে ১৭৪ এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া অদূর ভবিষ্যতে সরকার আরো এজেন্সিকে ওমরাহ ভিসায় লোক পাঠানোর জন্য অনুমোদন দেবে বলে সূত্রে জানা গেছে।
আরআর