ষ্টাফ রিপোর্টার: স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের সরকারি স্বীকৃতি দ্রুত বাস্তবায়ন এবং কওমি কর্ণধারদের ঐক্যের দাবীতে সিলেটে আগামিকাল "কওমিবন্ধন" নামে ব্যতিক্রমি এক মানব বন্ধনের উদ্যোগ নিয়েছে কওমি মাদরাসা ছাত্র- শিক্ষক সোসাইটি।
কওমি বন্ধন নিয়ে বিগত এক সপ্তাহ ধরে সিলেটের সকল মাদরাসাতে
মতবিনিময় চলছে। আয়োজকরা বলছেন, আগামি কালের সিলেটের সম্মরন কালের সর্ববৃহৎ মানববন্ধন অনুষ্টিত হবে।
জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহ., জামেয়া মাদানীয়া কাজির বাজার, দারুসসালাম মাদরাসা, ঝেরঝেরির পাড়া মাদরাসা, দারুল কোরআন মদরাসা, মেজরটিলা মাদরাসায় মতবিনিময় সভা করেছেন কওমিবন্ধনের আয়োজকরা। সোমবার বিকেল ৪ঘটিকায় সিলেট কোর্ট পয়েন্টে আযোজিত কওমিবন্ধনে সকল কওমি মাদরাসা ছাত্র- শিক্ষক ও কওমি মাদরাসা সংশ্লিষ্ট সর্বস্থরের জনসাধারণ উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন- কওমিবন্ধনের আযোজকদের পক্ষ থেকে মাওলানা মুফতি শামসুল ইসলাম, সহ অনন্য উলামায়ে কেরাম।
এফএফ