আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এত কথা, সেখানে পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। সবুজ বেষ্টনী সৃষ্টি করার জন্য এবং কার্বন সিংকের জন্য।
সুন্দরবনের সুরক্ষায় সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলয়নাতনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ আসবেই। মনুষ্য ও প্রাকৃতিক সব ধরনের দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে। বাংলাদেশের পদ্ধতি বিভিন্ন দেশে এখন অনুসরণ করা হচ্ছে। সঠিক ব্যবস্থাপনায় মানুষের জীবন রক্ষাই সরকারের মূল্য লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী।
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে উপকূলীয় এলাকাসহ সারাদেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতার শিকার হচ্ছে বাংলাদেশ। এর ফলে প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বাড়ছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়ার একটিই পথ, সেটা হচ্ছে বাংলাদেশকে সবুজ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা।
এফএফ