আওয়ার ইসলাম: কুরআন ও হাদিসে বহু বিখ্যাত নারীর বর্ণনা আছে যারা নিজ নিজ অবস্থানে সেরা ছিলেন। কুরআন হাদিসের বিভিন্ন জায়াগায় এই মহিয়সী নারীদের প্রশংসা করা হয়েছে।
কুরআন ও হাদিসে উল্লেখ আছে এমন কয়েকজন নারী হলেন, হাওয়া (আ.), আদম আ. এর কন্যা আকলিমা, ইব্রাহিম (আ.)-এর স্ত্রী সারা, ইসমাইল (আ.)-এর মাতা হাজেরা, মিশরের আজিজ ও পরে নবী ইউসুফ আ. এর স্ত্রী জুলায়খা, সুলাইমান আ. এর স্ত্রী সাবার রানি বিলকিস, ফেরাউনের স্ত্রী আছিয়া, আইয়ুব আ. এর স্ত্রী রহিমা, ইমরানের স্ত্রী হান্না, ঈসা আ.এর মা মরিয়ম, হজরত মুহাম্মদ সা. এর মা আমেনা ও দুধমাতা হালিমা, উম্মুল মুমিনিন খাদিজা রা., হাফসা রা., আয়শা রা., মারিয়া রা.সহ নবী সা. এর স্ত্রীগণ; নবীনন্দিনী রুকাইয়া, জয়নব, কুলসুম ও ফাতিমা রা.; আবু বকরের কন্যা আসমা, শহিদা সুমাইয়া ও নবীজির দুধবোন সায়েমা।
নারী তাঁর নারীত্বের মর্যাদা বজায় রেখেই সমাজের উন্নয়নে ভূমিকা রেখেছেন ও রাখছেন। নারী ছাড়া অন্য কেউই মাতৃত্বের সেবা ও সহধর্মিণীর গঠনমূলক সহযোগী ভূমিকা পালন করতে সক্ষম নয়।
এফএফ