আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, দেশের আলেম-উলামা ও কওমী মাদরাসার লাখ লাখ শিক্ষার্থীদের প্রাণের দাবী কওমী সনদের সরকারী স্বীকৃতি বেফাকসহ শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের ঐক্যের ভিত্তিতে প্রদান করতে হবে। তিনি আরো বলেন, একটি গোষ্ঠী স্বীকৃতিকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়িয়ে আলেম-উলামাদের মাঝে অনৈক্যের পায়তারা করছে। আলেম-উলামাদেরকে এবিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কেউ নিজেদের স্বার্থ হাসিলের জন্য কওমী শিক্ষার ঐতিহ্যকে নস্ট না করতে পারে।
রবিবার বিকেলে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক এসব কথা বলেন।
মাহফুজুল হক বলেন, ধর্মহীন শিক্ষানীতি ও শিক্ষা আইন এবং নাস্তিক্যবাদী পাঠ্যসূচীর কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অমানবিক অপ্রীতিকর ও লোমহর্ষক ঘটনার অবতারণা হচ্ছে। অবিলম্বে শিক্ষানীতি ও শিক্ষাআইন বাতিল করে শিক্ষার সর্বক্ষেত্রে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। অন্যথায় আলেম-উলামা ও ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে বাধ্য হবে।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, মাওলানা বদিউজ্জামান, মাওলানা আব্দুল আজিজ, প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা জি এম মেহেরুল্লাহ, প্রচার প্রকাশনা ও অফিস সস্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, নির্বাহী সদস্য মাওলানা মুনিরুল ইসলাম, হাফেজ শহীদুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর, সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসা প্রমূখ।
এফএফ