শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

লোডশেডিং যন্ত্রনায় অতিষ্ঠ ফটিকছড়ির মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fatikchariএম ওমর ফারুক আজাদ, ফটিকছড়ি থেকে: হাটহাজারী বিদ্যুৎ সঞ্চালন লাইনে আবারো যান্ত্রিক বিপর্যয় ঘটেছে। যার প্রভাব পড়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন ফটিকছড়ি উপকেন্দ্রের নিয়ন্ত্রনাধীন পাঁচটি ফিডারের এলাকা সমূহতে। বিগত ৪/৫ দিন যাবৎ এ উপকেন্দ্রের আওতাধীন এলাকা নাজিরহাট, বিবিরহাট সদর, রোসাংগিরী , সুয়াবিল, সুন্দরপুর, পাইন্দং, কাঞ্চননগর, হারুয়ালছড়ি, ভূজপুর, নারায়নহাট, মির্জারহাট, দাঁতমারা, বাগান বাজার এলাকায় দৈনিক চার ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকরা। তবে, আজাদী বাজার উপকেন্দ্রের নিয়ন্ত্রনাধীন দক্ষিণ ফটিকছড়ি এলাকার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভবিক রয়েছে।
এদিকে এমাসে স্কুল ও মাদরাসায় চলছে এসএসসি ও দাখিল এর নির্বাচিনী পরিক্ষা। তীবে লোডশেডিং এর কারনে ছাত্রদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে।ফলে পরিক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তায় পড়েছে শিক্ষার্থীরা।
এ ব্যাপারে ফটিকছড়ি উপকেন্দ্রের ডিজিএম নিয়াজ উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হাটহাজারী সঞ্চালন লাইনে যান্ত্রিক বিপর্যয় হওয়াতে আমরা ১৪ মেঘাওয়াট চাহিদার প্রেক্ষিতে বর্তমানে পাচ্ছি ৫ থেকে ৬ মেগাওয়াট বিদ্যুৎ। যার কারণে অতিমাত্রায় লোডশেডিং করতে হচ্ছে। গতকাল রাতে গাজীপুর থেকে নষ্ট হওয়া যন্ত্রটি নিয়ে আসা হয়েছে। আজ/কালের মধ্যে এটি প্রতিস্থাপন করা হবে। এটি সম্পূর্ণভাবে সচল হতে আরো এক সপ্তাহ সময় লাগতে পারে। আশা করি এক সপ্তাহের মধ্যে গ্রাহকদের দুর্ভোগ দূর হবে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে।’
ফটিকছড়ি উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর দু‘টি উপকেন্দ্র রয়েছে ৭০ হাজার গ্রাহক। উপকেন্দ্রগুলো একটি বিবিরহাট সদর ও অপরটি আজাদী বাজারে অবস্থিত। আজাদী বাজার উপকেন্দ্রে সরাসরি রাউজান সঞ্চালন লাইন হতে বিদ্যুৎ নিয়ে আসা হয়।
এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ