ইমদাদ ফয়েজী: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, জামেয়া মাদানিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বলেছেন, কলেজ ছাত্রী খাদিজার উপর নির্মম হামলা পাশবিকতাকেও হার মানিয়েছে। নিরীহ কলেজ ছাত্রীর উপর এ ধরনের ন্যাক্কারজনক আক্রমণ কোন মানুষই মেনে নিতে পারে না। এ হামলা আমাদের সমাজ সভ্যতা ও নৈতিকার উপর হামলা। তা আমাদের জাতিসত্তায় কালিমা লেপন করেছে। যতদ্রুত সম্ভব হামলাকারী বদরুলকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে জাতিকে দায়মুক্ত করতে হবে। এসব নারী নির্যাতনকারী লম্পটদের সামাজিকভাবেও প্রতিহত করতে হবে।
তিনি বলেন, নারীর জন্য মায়াকান্না নয়, মা-বোনদের রক্ষায় দরদ নিয়ে সকল সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
৮ অক্টোবর শনিবার কলেজ ছাত্রী খাদিজার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে জামেয়া মাদানিয়া কাজিরবাজার এর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসার পরিচালনায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা এমরান আলম, মাওলানা মুশফিকুর রহমান মামুন, সাবেক জি.এস মাওলানা ফাহাদ আমান, মাওলানা হারুন রশিদ, মাওলান আমীন আহমদ রাজু, জামেয়ার জি.এস রাজু আমীন, এ.জি.এস হাফিজ মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোঃ নূর আহমদ প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামেয়ায় গিয়ে শেষ হয়।
আরআর