মোস্তফা ওয়াদুদ
শুক্রবার সকাল নয়টা থেকে জুমা পর্যন্ত রাজধানীর তুরাগ থানায় জামিয়া সুবহানিয়া মাহমুদনগর, ধউরে টাঙ্গাইল জেলা ছাত্রদের উদ্যোগে এক পরিচিতি বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া সুবহানিয়ার প্রধান মুফতি, শায়খুল হাদীস মুফতি মুহিউদ্দীন মাছুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা নাজমুল হাসান, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা তাওহীদুল ইসলাম, মাওলানা আশরাফুল ইসলাম, মুফতি শরীফুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, টাঙ্গাইল জেলা ছাত্র জমিয়ত সভাপতি নুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহিউদ্দীন মাছুম বলেন, ছাত্র সমাজ হলো সমাজের রত্ন। দেশের রত্ন। ছাত্র সমাজকে যদি সঠিক দিক-নির্দেশনার মাধ্যমে পাঠদান করানো যায় তাহলে ভবিষ্যৎ জাতি গঠনের অনেক ফায়দা হবে। তাই সমাজকে সুন্দর, সুনীতি ও বিশুদ্ধ জ্ঞান শিক্ষা দিতে হবে।
এআর