শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

ছাত্রীদের নিরাপত্তায় শিক্ষাপ্রতিষ্ঠানে দুদিনের কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nahidআওয়ার ইসলাম:  সারাদেশের ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক প্রতিরোধ গড়ে তেলাসহ সরকারের নানামূখী পদক্ষেপের অংশ হিসেবে আগামী ১৮ অক্টোবর সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ও ২০ অক্টোবর আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার (০৮ অক্টোবর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

সিলেটের খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাসহ সারাদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী ব‌লেন, একেরপর এক বখাটেরা ছাত্রীদের ওপর হামলা করে যাচ্ছে। ছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করছে। এ থেকে রেহায় পেতে হলে অামাদের সামাজিক অান্দোলন, গড়ে তুলতে হ‌বে। অামরা লক্ষ্য করছি ছাত্রীরা প্রতিনিয়ত কিছু অমানুষ, বখাটেদের দ্বারা অাঘাতপ্রাপ্ত হচ্ছে। এটা কোনওভাবেই বরদাস্ত করা যাবে না। এরজন্য দেশব্যাপী সামাজিক অান্দোলন, সমাজ সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কর্মসুচি ঘোষণা করে মন্ত্রী বলেন, ১৮ অক্টোবর সকাল ১১ টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতীকি মানববন্ধন করা হবে। এই মানববন্ধনের স্থায়িত্ব হবে ১৫ মিনিট। সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা, শিক্ষকরা হাতে হাত দিয়ে দাঁড়াবেন। ছাত্রীদের ওপর এই ধরনের নিশৃংশ হামলা যেন অার না হয় সে জন্য সচেতন থাকবেন। অাহত খাদিজার জন্য দোয়া করবেন, এবং অপরাধীদের বিচার চাইবেন।

অন্যদিকে অাগামী ২০ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে এক অালোচনা সভার অায়োজন করবেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। যেখানে প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যরা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম, সমাজ সচেতন মানুষ, অালেম-ওলামা, অভিভাবকসহ নানা পেশাজীবীর মানুষ উপস্থিত থেকে সমাজ সেচতনতা গড়ে তোলার বিষয়ে অালোচনা করবেন।

এছাড়া প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা একটি কমিটি গঠন করবেন। যেখানে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রধান শিক্ষক অথবা সভাপতিকে অাহ্বায়ক করে কমিটি গঠন করবেন। যে কমিটির কাজ হবে, ছাত্রীদের সমস্যা শুনে তাদের সমস্যা কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সেটা তদারকি করা। অপরাধী চিহ্নিত হলে তাকে পুলিশে দেওয়া।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ