আওয়ার ইসলাম: একদিকে সীমান্তে চলছে টানটান উত্তেজনা। যুদ্ধ লেগে যায় যায় অবস্থা। এর মধ্যেই কাশ্মির নিয়ে প্রস্তাব পাস হয়েছে পাকিস্তানের পার্লামেন্টে। প্রস্তাবে কাশ্মির কোনোভাবেই ভারতের অবিচ্ছেদ্য অংশ নয় বলে বিল পাশ করা হয়।
ভারতের পক্ষ থেকে ইসলামাবাদে সার্ক বৈঠক বয়কটের সিদ্ধান্ত ও সার্জিক্যাল স্ট্রাইকের পরে পাক পার্লামেন্টের যৌথ অধিবেশন ডেকেছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। অধিবেশনে কাশ্মির প্রশ্নে সব রাজনৈতিক দল এককাট্টা হলেও কূটনীতির ব্যর্থতার অভিযোগে নওয়াজ শরিফকে কাঠগড়ায় তোলে প্রধান বিরোধী দল পিপিপি।
বিরোধীদের অভিযোগ, শুধু ভারত নয়; সার্কের চারটি দেশ পাকিস্তানে সার্কের বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে এবং এটা আগাম বুঝতেও ব্যর্থ হয়েছে পাক সরকার। কাশ্মির নিয়ে পাকিস্তানের বক্তব্যে সাড়া দিতেও অনীহা দেখা গেছে শক্তিধর দেশগুলোর মধ্যে।
কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মির সংক্রান্ত প্রস্তাবটি সর্বসম্মতিতেই পাস হয়েছে পাক পার্লামেন্টে। প্রস্তাবে কাশ্মির ভারতের অঙ্গ নয়, একটি বিতর্কিত এলাকা বলে উল্লেখ করা হয়। ভারত সরকার বিভিন্নভাবে কাশ্মিরের জনগণের উপর নির্যাত চালাচ্ছে।
এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান পার্লামেন্ট কাশ্মির নিয়ে ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছে। একই সঙ্গে হুরিয়ত নেতাদের মুক্তির দাবিও জানিয়েছে। তবে যৌথ অধিবেশন বয়কট করেছে সাবেক ক্রিকেটার ও বর্তমান দেশটির বিরোধীদল তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান। ইমরানের অভিযোগ, নওয়াজ শরিফ সব দিক থেকেই ব্যর্থ হয়েছেন।
এইচএ