এহসান বিন মুজাহির, মৌলভীবাজার
ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার বার্ষিক সহযোগি সদস্য সমাবেশ ৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৬-২০১৭ সেশনের জন্য শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাদিকুর রহমান নির্বাচিত ও সেক্রেটারি আতিকুর রহমান মনোনীত হন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিসের সদ্যবিদায়ী কেন্দ্রীয় সভাপতি মাওলানা সোহাইল আহমদ।
মাওলানা সোহাইল আহমদ বলেছেন, সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর যে পৈশাচিক হামলা চালানো হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। একের পর এক এ ধরনের অমানবিক ও পৈশাচিক ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে এর শেষ কোথায়? তনু, মিতু, আফসানা, রিশার পর এবার খাদিজার ওপর হামলা হলো। অপরাধারীরা এতোটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা কোনো কিছুর তোয়াক্কা করছে না। প্রকাশ্য দিবালোকে জনারণ্যে চাপাতির কোপে ক্ষতবিক্ষত সিলেট সরকারি কলেজের মেধাবী ছাত্রী খাদিজা নার্গিসকে। এহেন বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি একটি মানবিক সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবমনোনিত মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, সদ্যবিদায়ী জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক, নবমনোনিত জেলা সেক্রেটারি ইবরাহিম খলিল, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সহসভাপতি মাওলানা এম.এ রহীম নোমানী, প্রতিষ্ঠাকালীন ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা দিলওয়ার হোসাইন, সাবেক শ্রীমঙ্গল উপজেলা সভাপতি হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, সদ্যবিদায়ী শ্রীমঙ্গল উপজেলা সভাপতি খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
এআর