শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

পাক-ভারতের উচিত উভয়কে সংযত থাকা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina2 (1)আওয়ার ইসলাম: কাশ্মির ইস্যুতে উত্তেজিত পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত ও পাকিস্তান দুই দেশকেই আমরা আহ্বান করব যে, তারা যেন সংযত আচরণ করেন। কোনো উত্তেজনা যেন সৃষ্টি না হয়, যাতে দক্ষিণ এশিয়ার মানুষগুলো কোনো রকম কষ্টে না পড়ে। সেটাই আমরা চাই।’

ভারত-পাকিস্তান উভয় দেশকে সংযত আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কোনো দেশই হোক, কোনো দেশে সংঘাত হলে তার জন্য আমরা বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবো।

গত ১৮ সেপ্টেম্বর ভারতশাসিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় ভারতীয় ১৯ সেনা নিহতের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এছাড়া গত ২৯ সেপ্টেম্বর নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের সীমানায় ঢুকে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর দাবি করে ভারতীয় সেনাবাহিনী। এরপর থেকে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে কয়েক দফা গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী দুই দেশকেই সংযত আচরণ করার আহ্বান জানান।

এছাড়া প্রধানমন্ত্রী জাতীয় সংসদে খাদিজার ওপর হামলা প্রসঙ্গে বলেন, মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে এটা অত্যন্ত দুঃখজনক। যেমন আমরা দেখলাম সিলেটে একটি মেয়েকে কীভাবে কোপানো হলো। আমার অবাক লাগে যখন এই ছবিটা দেখি, মানুষ দাঁড়িয়ে আছে, দেখছে, ভিডিও তুলছে কিন্তু মেয়েটাকে বাঁচাতে কেউ গেল না। কেন এই মানবিক মূল্যবোধগুলো হারিয়ে গেল, কেন কেউ সেখানে গেল না- সেটাই আমার প্রশ্ন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ