সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

পা ফেললেই ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

world঳ সাইফুল ইসলাম রিয়াদ

এসো পরিচিত হই প্রতিবেশী দেশ ভারতের সাথে। এটি এশিয়া মহাদেশের জনবহুল একটি রাষ্ট্র। প্রথমে জেনে নিই এর স্বাধীনতার ইতিকথা।

সংক্ষিপ্ত ইতিহাস: ১৭৮৪ সালে ভারতের অধিকাংশ রাজ্য দখল করে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির নামে বাণিজ্য করেছে বৃটিশ বেনিয়ারা। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ হয়। ১৮৫৮ সালে ভারত শাসন আইনে ইংরেজদের ক্ষমতা বিলোপ করা হয়। কেননা তখন সবকিছু বৃটিশ সরকারের দখলে চলে যায়। ১৯১৯ সালে প্রথম পার্লামেন্ট গঠিত হয়। এর প্রতিক্রিয়া হিসেবে ১৯৪৫ সালে শুরু হয় ইংরেজ খেদাও আন্দোলন। হিন্দু-মুসলিম এক হয়ে ঐক্যের পথে ঝাঁপিয়ে পড়ে ইংরেজমুক্ত দেশ গড়তে। যার ফলশ্রুতিতে ১৯৪৭ সালের ২০ ফেব্রুয়ারি বৃটিশরা ভারত ত্যাগ করতে বাধ্য হয়। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। ১৯৫০ সালে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।

এক নজরে ভারত: রাষ্ট্রীয় নাম: দ্যা রিপাবলিক অব ইন্ডিয়া। রাজধানী: নয়াদিল্লী। আয়তন: ৩২,৮৭,৫৯০। ভাষা: হিন্দী, বাংলা, এবং ইংরেজি। এছাড়াও রয়েছে ১৩টি ভাষার প্রচলন। ধর্ম: হিন্দু ৮০.৫ শতাংশ, মুসলমান ১৩.৪ শতাংশ, খ্রিষ্টান ২.৩ শতাংশ, শিখ ১.৯ শতাংশ এবং অন্যান্য ধর্মগোষ্ঠীর অবস্থান ১.৮ শতাংশ। মাথাপিছু বাৎসরিক আয়: ৩১০০ মার্কিন ডলার। জনসংখ্যা: ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমান জনসংখ্যা ১২৭ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৭৬৯ জন। মুদ্রা: ভারতীয় রুপি। সময়: + ৫.৩০ গ্রীনিচ মানের সমান। ভৌগলিক অবস্থান: দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ। সীমানা: উত্তর পশ্চিমে পাকিস্তান। উত্তরে চীন,তিব্বত, নেপাল ও ভুটান। পূর্বে বাংলাদেশ, মায়ানমার ও দক্ষিণ পশ্চিমে ভারত মহাসাগর। সামরিক ব্যয়: মোট জিডিপির ২.৯৩ শতাংশ। সরকার ব্যবস্থা: বহুদলীয় মন্ত্রী পরিষদ শাসিত যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি প্রচলিত। রাজ্যসভা সমন্বয়ে সংসদ গঠিত।

আরআর 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ