মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ ।। ২৫ চৈত্র ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আলিয়া মাদরাসা শিক্ষকদের অনুপস্থিতি ঠেকাতে নতুন উদ্যোগ আজ ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার শেয়ারবাজার  ইসরায়েলবিরোধী বিক্ষোভকালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা উদ্দেশ্যপ্রণোদিত: শায়খ আহমাদুল্লাহ  মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার যুবদলের ২ নেতা মার্সেলের ৪ কোটি টাকা আত্মসাৎকারী অসাধু ডিস্ট্রিবিউটর গ্রেপ্তার    বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ করা উচিত হয়নি: মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ৪৯ জনকে গ্রেপ্তার : প্রেস সচিব ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় জামায়াতের প্রতিবাদ জনসভা করতে হলে পুলিশের অনুমতি নিতে হবে ৭২ ঘণ্টা আগে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬

ঢাকাই বিরিয়ানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

birianiআওয়ার ইসলাম: বিরিয়ানি কথা শুনলে জিভে জল আসে সবারই। খেতে বসে কেউ খেতে পারেন কেউ পারেন না। কিন্তু খেতে না পারলেও বিরিয়ানির আকর্ষণ কমে না। আমাদের দেশের সব অঞ্চলে খাবারটি প্রচলিত থাকলেও মূলত বাংলাদেশে বিরিয়ানি ঢাকার খাবার। জেনে নিন ঢাকাই বিরিয়ানি রান্নার রেসিপি।

মাংসের জন্য

খাসির মাংস ২ কেজি,  টক দই ১ কাপ, মিষ্টি দই সিকি কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা ২ টেবিল-চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, শাহি জিরা বাটা ১ চা চামচ, দারু চিনি ৪ টুকরা,  এলাচ ৪ টি, লবঙ্গ ৬ টি, তেজ পাতা ৪টি, আলু বোখারা ৮ টি, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, বেরেস্তা আধা কাপ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, জায় ফল-জয়ত্রি গুঁড়া আধা চা-চামচ।

ভাতের জন্য

আধা কেজি আলু ঘি দিয়ে ভেজে আধা সেদ্ধ করে নিতে হবে। পোলাও য়ের চাল ১ কেজি, পেঁয়াজ বাটা ২ টেবিল-চামচ, আদা বাটা ১ টেবিল-চামচ, পোস্ত দানা বাটা ১ টেবিল-চামচ, বাদাম বাটা ১ টেবিল-চামচ, টক দই আধা কাপ, মালাই আধা কাপ, লবণ স্বাদ মতো, বেরেস্তা ১ কাপ, কিশ মিশ ১ টেবিল-চামচ, পেস্তা বাদাম কুচি ২ টেবিল-চামচ, দার চিনি ৬ টুকরা, এলাচ ৬টি, লবঙ্গ ৮ টি, কেওড়ার জল পৌনে এক কাপ, কাঁচা মরিচ ৮-১০ টি।

যে ভাবে রাঁধবেন:

মাংস ধুয়ে পানি ঝরিয়ে সব উপকরণ দিয়ে মাখিয়ে ২ ঘণ্টা রেখে দিন।এবার মাঝারি আঁচে কষিয়ে পরিমাণ মতো পানিদিয়ে মাংস রান্নাকরুন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে বেরেস্তা, জায়ফল-জয়ত্রি গুঁড়া, গরম মসলার গুঁড়া দিয়ে নামান। অপরদিকে চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন, কেওড়ার জলে জাফরান ভেজান।অন্য হাঁড়িতে ঘি গরম করে সব মসলা কষিয়ে চাল দিয়ে ভাজুন। এবার এতে ৫ কাপ গরম পানি দিয়ে লবণ, দই দিয়ে ঢেকেদিন।পানি কমে এলে দুধের সঙ্গে পোস্ত দানা ও বাদাম বাটা গুলিয়ে পোলাওয়ে দিয়ে অল্প আঁচে ২০ মিনিট রাখুন।হাঁড়িতে অর্ধেক পোলাও উঠিয়ে দুই স্তরে মাংস, পোলাও, মালাই,  আলু,  কাঁচা মরিচ, বেরেস্তা, কিশমিশ,  পেস্তা বাদাম, কেওড়ার জলে ভেজানো জাফরান দিয়ে সাজিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে৩০মিনিট দমে রাখুন। নামিয়ে পরিবেশন।

এফএফ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ