আওয়ার ইসলাম: রাজধানীর গুলশানে জঙ্গি হামলার ঘটনায় গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
গুলশান হামলার পর ঘটনার পর সংশ্লিষ্টতার সন্দেহে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিমক ও তাহমিদ তাহমিদ হাসিব খানকে আটক করা হয়।
গুলশান হামলার সাথে সম্পৃক্ততার সন্দেহে ঘটনার পরপরই এই দু'জনকে জিজ্ঞাসাবাদের কথা জানানো হলেও এক পর্যায়ে বলা হয় যে তারা আর পুলিশের হেফাজতে নেই। তবে পরে হাসনাত করিমের সাথে তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানোর পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।
কিন্তু শেষ পর্যন্ত কয়েকদিন আগে পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে গুলশান হামলার সাথে তাহমিদ হাসিব খানের কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাহমিদ এর মধ্যে জামিন পেয়েছেন।
হাসনাত করিমকে মূল মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এফএফ