আওয়ার ইসলাম: ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ আনা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে।
খালেদা এবং তারেক ছাড়াও বিএনপি নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধেও আদালতে অভিযোগ দায়ের করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার তথ্য-প্রকাশনা সম্পাদক আবদুল কাদের সুজন। সকালে চট্টগ্রাম অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে এই অভিযোগ দায়ের হয়।
বাদি জানান বিএনপি নেতা ইরাদ গত ১৫ মে ফেসবুকে বঙ্গবন্ধুকে ব্যঙ্গ করেন। ২৫ মে শেখ হাসিনাকে হত্যা করতে হবে- এমন উসকানিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগও আনা হয়েছে ইরাদের বিরুদ্ধে। ২৭ মে দৈনিক প্রতিদিন নামে একটি পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ ছাপা হয় বলে আদালতকে জানিয়েছেন বাদি। এই প্রেক্ষিতে তিনি আদালতে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে বাদি ঐ স্ট্যাটাসে যারা লাইক দিয়েছেন তাদেরও আইনে আওতায় আনার আবেদন জানিয়েছেন।
আরআর