আওয়ার ইসলাম : ভারতের অভিনেতা সালমান খানকে ‘জাতীয় গৌরবের শিক্ষা’ দিতে তার বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের প্রতি পরামর্শ দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা। পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার বিষয়ে সালমান খান মন্তব্য করায় মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী ও সিনিয়র শিবসেনা নেতা সুভাষ দেশাই ওই পরামর্শ দেন।
শুক্রবার সালমান খান বলেছিলেন, ‘পাকিস্তানি শিল্পীরা সন্ত্রাসী নয়। সন্ত্রাস এবং শিল্পকলাকে এক করে দেখা উচিত নয়। উপযুক্ত ভিসা নিয়েই তারা এদেশে এসেছেন। আমাদের সরকারই তাদের কাজের অনুমতি দিয়েছে।’
প্রসঙ্গত, ভারত-পাক সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাক অভিনেতা-টেকনিশিয়ানদের ভারতে কাজ করতে দেয়া হবে না বলে বৃহস্পতিবার ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন’ এক প্রস্তাব পাস করেছে।
সূত্র : পার্স টুডে
এফএফ