আওয়ার ইসলাম : কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মুফতি আবুল কাসেম ও সদস্য সচিব আল্লামা ইয়াহইয়া মাহমুদ এক যুক্ত বিবৃতিতে বলেছেন,
স্বীকৃতির সঙ্গে আমেরিকাকে টেনে আনাকে মূর্খতা। স্বীকৃতি কওমি শিক্ষার্থীদের অধিকার। আলেমদের তত্ত্বাবধানে তা আদায় হলে এখানে আমেরিকা কিভাবে আসে।
স্বীকৃতি অগ্রযাত্রা এখন মহাসড়কে দাবি করে তারা বিবৃতিতে বলেন, ইরান তুরান বলে স্বীকৃতির অগ্রযাত্রাকে আর রুখে দেওয়া যাবে না। আজকের তারুণ্য যেকোনো মূল্যে স্বীকৃতি চান। শাক দিয়ে মাছ ঢাকলে এর পরিণাম শুভ হবে না।
আজ ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাতে মাওলানা মাসউদুল কাদির স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও সদস্যসচিব যুক্ত বিবৃতিতে তারা এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রণালয় কতৃক গঠিত যাচাই বাছাই ও নিরীক্ষণ কমিটি চিন্তাশীল যোগ্য আলেমদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করা হয় বিবৃতিতে।
এফএফ