আওয়ার ইসলাম : অধিকৃত কাশ্মির সীমান্তে ভারতীয় সেনাদের হামলায় ২ পাকসেনা নিহতের প্রতিবাদে পাকিস্তানি সেনারা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৮ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এছাড়াও একজনকে আটক করেছে পাক সেনারা। খবর ডনের
এর আগে বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনারা লাইন অব কন্ট্রোলে হামলা চালায় যাতে ২ পাক সেনাসহ ৪০ জন নিহত হয়। ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও রণবীর সিং সাংবাদিক এ অভিযানকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বলে দাবি করেছেন। তবে তাদের এ দাবি প্রত্যাখ্যান করেছিল পাকিস্তানের সেনাবাহিনী।
পাকিস্তানের সিকিউরিটি ফোর্স এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, আটককৃত ভারতীয় সেনার নাম বাবুলআল চৌহান। পাকিস্তানের পাল্টা আঘাতে নিহত ভারতীয় ৮ সেনার লাশ সীমানার কাছেই পড়ে ছিল। তবে তাৎক্ষণিকভাবে তারা লাশ সেখান থেকে সরানো হয়নি।
পাকিস্তানের সেনাবাহিনীর মুখপত্র আইএসপিআর বলেছে, লাইন অফ কন্ট্রোলে মধ্যরাত থেকে যুদ্ধ শুরু হয়ে সকাল ৮ টা পর্যন্ত স্থায়ী ছিল। আইএসপিআর প্রকাশিত বিবৃতিতে বলা হয়, পাক সেনাবাহিনী সর্বশক্তি নিয়ে প্রস্তুত রয়েছে। ভারতীয় সেনাদের যে কোনো সময় উচিত শিক্ষা দিতে তারা প্রস্তুত।
সূত্র: ডন উর্দু