আওয়ার ইসলাম : কাশ্মীরের উরিতে ১৮ সৈন্য নিহতের ঘটনায় চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানে পৌঁছেছেন ভারতের একটি প্রতিনিধিদল। সার্কের দুর্নীতিবিরোধী এক সম্মেলনে যোগ দিতে তারা পাকিস্তান পৌঁছান। সোমবার থেকে শুরু হতে যাওয়া সম্মেলনটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাজধানী ইসলামবাবাদে।
দুর্নীতিবিরোধী প্রথম সার্ক সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের মহাপরিচালক শ্রী প্রেমাংশু বিশ্বাস। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো-এনএবির কর্মকর্তারা।
সম্মেলনে যোগ দিতে ভারত ছাড়াও এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছেন শ্রীলংকা, নেপাল, ভুটান এবং মালদ্বীপের প্রতিনিধিরা ।
তবে বাংলাদেশ ও আফগানিস্তানের কোনো প্রতিনিধি এখন পর্যন্ত সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে গিয়েছে কি না তা এখনো জানা যায় নি।
এফএফ