আওয়ার ইসলাম: ‘ভারতীয়দের যত বীরত্ব সে বলিউডের ছবিতেই’ বললেন পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ ই মুহম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার।
এর আগে ভারত দাবি করেছে, পাঠানকোট হামলার মতো উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনাতেও জৈশ ই মুহম্মদের হাত রয়েছে।
মাসুদ আজহারের কথাবার্তার একটি রেকর্ডিং নিজেদের অনলাইন মুখপাত্র ‘রঙ্গনুর’–এ প্রকাশ করেছে জৈশ ই মুহম্মদ। তাতে উর্দু ভাষায় মাসুদ আজহার বলেছেন, ভারতীয়দের মধ্যে দেশপ্রেমের ছিটেফোঁটাও নেই। কিন্তু বলিউড ছবি তৈরি করতে গেলেই দেশের প্রতি ভালবাসা জেগে ওঠে। ছবিতে সবসময় পাকিস্তানকে খাটো করে দেখানো হয়। বাস্তবে যেসব নায়করা নিজের ছায়া দেখলেও ভয় পায়, ছবিতে তাদের হাতেই পাকিস্তান দুরমুশ হতে দেখা যায়। এক একটা দৃশ্যে দেখা যায় পাকিস্তানে ঢুকে মুজাহিদিনদের টানতে টানতে নিয়ে যাচ্ছে ওরা। একটা গুলিও ছুঁতে পারছে না। কিন্তু ওরা একটা গুলি ছুঁড়লেই একাধিক মুজাহিদিনের লাশ পড়ে যাচ্ছে।
পাঠানকোট সেনা ঘাঁটিতে হামলার পর মাসুদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে রাষ্ট্রপুঞ্জে আর্জিও জানিয়েছিল। কিন্তু তাতে বাগড়া দেয় চীন।
সূত্র: আজকাল অনলাইন ইন্ডিয়া