আওয়ার ইসলাম : দশম জাতীয় সংসদের শরৎকালীন অধিবেশন শুরু হয়েছে। এটি সংসদের দ্বাদশ অধিবেশন। চলতি অধিবেশনের মেয়াদ হবে ১০ কার্যদিবস। আগামী ১০ অক্টোবর শেষ হবে এ অধিবেশনের কার্যক্রম।
আজ রোববার বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
এর আগে গত ৫ সেপ্টেম্বর এ সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন ছাড়াও সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুর ওপর আলোচনা হতে পারে। আসন্ন অধিবেশনের জন্য পুরোনো ১১টি বিলসহ মোট ১৫টি বিল সংসদে জমা পড়েছে। নতুন ৪টি বিল হচ্ছে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল ২০১৬, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বিল-২০১৬, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বিল ২০১৬ এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল ২০১৬।
এ ছাড়াও অধিবেশন চলাকালে আরো নতুন বিল জমা হতে পারে বলে সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানানো হয়েছে।
এফএফ